ফেসবুকে কিভাবে পোস্ট করবেন ৩৬০ ডিগ্রি ফটো?

0
1168

প্রযুক্তি ডেস্ক: নিজেদের অ্যাপে এক অভিনব ফিচার নিয়ে এল ফেসবুক। যুক্ত হলো ৩৬০ ডিগ্রি ফটো ফিচার।

আর নেটিজেনদের কাছে এল ফেসবুকে ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার দারুণ সুযোগ। সৌজন্যে ‘৩৬০ ফটো’ ফিচার।
ফেসবুক অ্যাপের এই ফিচারের মাধ্যমে ৩৬০ ডিগ্রি ছবি তুলতে পারবেন ইউজার। তবে এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সহায়তাও লাগবে না।

এই ফিচারটি পাবেন অ্যাপে নিউজ ফিড ফিচারের উপরে। এই ছবি ফেসবুকে শেয়ার করাও খুব সহজ। সেটা কীভাবে? অ্যাপের ওই ফিচারে ব্লু বাটনে ক্লিক করে ৩৬০ ডিগ্রি ভিউতে ছবি তুলতে পারবেন। কোন জায়গা থেকে ছবি তোলা শুরু করবেন সে অপশনও পাবেন ওই ফিচারে।

এর পর সরাসরি আপনার ফেসবুক টাইমলাইনে তা শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি ট্যাগ কিংবা কভার পিকচারও করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে এই ফিচার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here