ফেসবুকে সাংবাদিকদের নামে কুরুচিপুর্ন পোষ্ট প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

0
505

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিনেকে গ্রেফতারের দাবিদে ও সাংবাদিদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে কর্মসূচি পালন করেছে, শৈলকুপার সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় শৈলকুপা প্রেসক্লাবের অস্থায়ি কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। দিলারা ইয়াসমিনের বিরুদ্ধে ২০১৮ সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। যার মামলা নং ৫১। শৈলকুপা থেকে প্রকাশিত “সপ্তহীক ডাকুয়া” পত্রিকার সম্পাদক শামিম বিন সাত্তার বাদী হয়ে মামলাটি করেন। মামলা রেকর্ড হওয়ার পর প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন গাঢাকা দিয়েছেন। ইতি পূর্বে তিনি ৩ সাংবাদিকের নামে ফেসবুকে কুরুচি পূর্ণ পোষ্ট দেন। প্রতিবাদ সভায় শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মফিজুল ইসলাম, সাপ্তাহিক ডাকুয়ার সম্পাদক শামীম বিন সাত্তার, সহ সভাপতি মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জাব্বার, অর্থ সম্পাদক ওয়ালিউল্লাহ, দপ্তর সম্পাদক আসমত আলী মিশু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চঞ্চল, নির্বাহী সম্পাদক এস এম শাজাহান আলী, সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক নোমান পারভেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here