বর্ণাঢ্য আয়োজনে যশোরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

0
403

নিজস্ব প্রতিবেদক : “বায়ু দূষণ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের সাথে যশোরেও উদযাপিত হয়েছে‘বিশ্ব পরিবেশ দিবস’২০১৯।যশোর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা,পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে বৃহস্পতিবার এ দিবস উদযাপিত হয়েছে।
সকাল ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণ থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা কালেক্টরেট চত্ত্বর প্রদক্ষিণ করে।বেলুন ফেস্টুন ও বাদ্যের তালে এ শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল আওয়াল।পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ক্রাইস্ট চার্চ ট্রেড স্কুল (সিসিটিএস) প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর সাড়ে ১০টায় সিসিটিএস মিলনায়তনে আলোচনা সভা ও পরিবেশ বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হুসাইন শওকতের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ও বক্তব্য রাখেন,জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল হুদা,বিশিষ্ট পরিবেশবীদ অধ্যাপক মশিযূর,এনভাইরনমেন্টাল এ্যালায়েন্স ফর এ্যাকশান এর আহ্বায়ক আশিক মাহমুদ সবুজ,কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক সমীর কুমার সরকার,জেলা কর্মকর্তা ও প্রগ্রাম অফিসার আবিদুর রহমান ,এডাব যশোরের আহবায়ক শাহাজাহান নান্নু।
আলোচনা সভায় বক্তরা বলেন,ব্যক্তি সচেতনতায় সুন্দর পরিবেশ গড়ে উঠে।কিন্ত শুধুমাত্র আমাদের সচেতনতার অভাবেই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তাই সচেতনতা গড়ে তুলতে প্রচারাভিযান জোরদার করতে হবে।তিনি বলেন,সচেতনা বৃদ্ধিতে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে প্রচারাভিযান জোরদার করতে হবে।কারণ শিক্ষার্থীরাই জাতির ভবিষৎ।এই ভবিষৎ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি আমাদেরকেও সচেতন হতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here