বর্ষবরণে বিবর্তন ঝিকরগাছার দু’দিন ব্যাপি অনুষ্টান

0
461

এম আর মাসুদ : বাংলা নববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন যশোরের ঝিকরগাছার ‘বিবর্তন ঝিকরগাছা’ দুই দিন ব্যাপি অনুষ্টানমালার আয়োজন করেছে। নববর্ষকে স্বাগত জানাতে সংগঠনটি ইতোমধ্যে সেজেছে নতুন সাজে। নববর্ষে হোক নব জাগরণ এই শ্লোগানে কমলা রঙের বক্স কাগজের উপরে পাটজাত দ্রব্যের পরে কাপড় ও কাঠের হাতপাখা সাদৃশ্য খচিত দৃষ্টিনন্দন দাওয়াত পত্রে ১৪২৪ সনকে স্বাগত জানানো হয়েছে। অনুষ্টানমালায় রয়েছে ১ম দিন পহেলা বৈশাখ শুক্রবার সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা। ১০ টায় নিজস্ব কার্যালয়ে মিষ্টিমুখ অনুষ্ঠান। ২য় দিন শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। উভয় দিনের অনুষ্ঠান সফল করতে সংগঠনের সদস্যরা রীতিমত আরো পনের দিন আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নৃত্য, আবৃতি, সংগীত, নাটকসহ খাঁটি বাঙালিপনার নানা দৃশ্য প্রতিকীভাবে প্রদর্শন করা হবে। বিবর্তন ঝিকরগাছার সহ-সভাপতি প্রভাষক এটিএম আখতারুজ্জামান সুজন জানান, গত ২৪ বছর ধরে বিবর্তত ঝিকরগাছা বাংলা নববর্ষ উৎযাপনে ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এবারও তার ধারাবাহিকতার ব্যতিক্রম হবেনা। সমগ্র অনুষ্ঠান জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিকসহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে প্রাণবন্ত হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here