বলিউডের যে সব তারকারা গর্ভভাড়া করে সন্তান নিয়েছেন

0
513

জলসা ডেক্স : ভারতে বিদেশি, সিঙ্গেল, সমকামী বা লিভ-ইন পার্টনারদের সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়া অবৈধ- ২০১৬ সালে ভারতের লোকসভায় পাশ হওয়া বিলে এই কথা বলা হয়েছে। আর এই বিলটি আইনে পরিণত হওয়ার আগেই বলিউডের কতিপয় তারকা ইতিমধ্যে গর্ভভাড়া করে সন্তান নিয়েছেন। তাদের মধ্যে আছেন-
১. শাহরুখ খান: শাহরুখ-গৌরীর এমনিতেই দুই সন্তান ছিল। তারপরও ২০১৩ সালে তারা গর্ভভাড়া করে তৃতীয় সন্তান নেন। সেই সন্তানের নাম আবরাম।
২. করণ জোহর: চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত ৫ মার্চ নিজেই জানিয়েছেন দুই সন্তানের বাবা হওয়ার খবর। তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি। তার পক্ষে তা হয়ত সম্ভবও নয়, কারণ, ৪৪ বছর বয়সি এই পরিচালক সমকামী। সারোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনের মর্যাদা পাবে৷ আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না।
৩. সোহেল খান: ২০০০ সালে সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে বাবা হয়েছেন। তার আগেও তার দু’টি সন্তান ছিল। স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তারা।
৪. আমীর খান: আমীর খানের আগের স্ত্রীর ঘরে তাঁর দু’টি সন্তান রয়েছে। ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তাঁরও ‘সারোগেট চাইল্ড’ নিতে পারার কথা নয়। কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছেন এভাবে। সূত্র: ইন্টারনেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here