বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবি যবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন

0
279

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্র্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের মাধ্যমে হয়রানিতে জড়িতদের শাস্তি, দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক শামস জেবিনের ওপর হামলার বিচার ও ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যবিপ্রবিসাসের সাংবাদিক নেতারা বলেন, জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেই বিশ^বিদ্যালয় প্রশাসন তাদের দায় এরাতে পারেন না, শির্ক্ষাথীদের উপর তারা যে হয়রানী ও মানুষীক র্নিযাতন করেছে তার সমুচীত জবাব দিতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।এসময় তারা বশেমুরবিপ্রবি উপাচার্যের বিভিন্ন অপকর্মের কথা উল্লেখ করেন এবং শির্ক্ষাথীদের সাথে অশোভন আচরনের নিন্দা জ্ঞাপন করে তার পদত্যাগ দাবি করেন এবং বিশ^বিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবী জানান।
সমাবেশে যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফা সুলতানা মুক্তা, সদস্য মো: তোফায়েল প্রধান প্রমুখ বক্তব্যে দেন। উল্লেখ্য, বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের জেরে গত ১১ সেপ্টেম্বর তাকে বহিষ্কার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here