বাঁকড়া’কে হারিয়ে টাইব্রেকারে পানিসারা সেমিফাইনালে

0
457

ঝিকরগাছা উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৭
কামারুজ্জামান কামাল, ঝিকরগাছা : ঝিকরগাছা ‘উপজেলা প্রশাসন কাপ ফুটবল টূর্নামেন্ট-২০১৭ এর প্রথম কোয়াটার ফাইনালে শ্বাসরুদ্ধকর খেলায় পানিসারা ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে বাঁকড়া ইউনিয়ন একাদশকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। স্বাগতিক বিএম হাইস্কুল মাঠ দর্শক পরিপূর্ণ । স্বরণকালের দর্শক সমাগমের এই খেলায় টানটান উত্তেজনা । উচ্ছাস-আনন্দ আর করতালিতে মূখরিত হাজার হাজার দর্শক। খেলার নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা হয়। প্রথমার্ধের ২৩ মিনিটে বাঁকড়া ইউনিয়ন একাদশের ১০ নং জার্সিধারী মাহাবুবুর রহমান টিটো একটি দর্শনীয় গোল করে বাঁকড়া কে ১-০ তে এগিয়ে দেন। খেলা শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে পানিসারা ইউনিয়নের ১২ নং জার্সিধারী খেলোয়াড় সাধন কুমার বিস্ময়কর একটি গোল করে খেলায় সমতা ফেরান এবং মাঠভর্তি দর্শককে উল্লসিত করেন। বাঁকড়া ইউনিয়ন একাদশের তিনজন খেলোয়াড় টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়াই পানিসারা ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে বিজয় ছিনিয়ে নেয়। চমৎকার ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করায় সাধন কুমারকে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়। দর্শক পরিপূর্ণ খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপভোগ করেন যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবীর, সম্পাদক ইলিয়াস হোসন, পানিসারা ইউপি চেয়ারম্যান আলহাজ নওশের আলী, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার আলী, সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ওবাইদুর রহমান ওবা, মহিউদ্দিন বিল্লা রুনু, মুনিরুল আলম মিশর, মোস্তাফিজুর রহমান কামাল, সাজ্জাদুল আলম, ইলিয়াস মাহমুদ, স্পোর্টস ক্লাবের সম্পাদক আবুল কালাম আজাদ, আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফিরোজ জামান তুলি, ক্রীড়া সম্পাদক শাহাদত হোসেন, খেলা পরিচালনা করেন, বাসেত মল্লিক,তাজ উদ্দিন আহমেদ, জিল্লুর রহমান ও হাবিবুর রহমান। আজকের খেলা ঃ বিএম হাইস্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইনালে নির্বাসখোলা ইউনিয়ন একাদশ ও নাভারন ইউনিয়ন একাদশ মূখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here