বাঁশ কাহিনী : যশোর সদর হাসপাতালের পুরাতন সার্জারি ভবন পরিদর্শনে জেলা প্রশাসক, সরিয়ে নেওয়া হয়েছে রোগিদের

0
386

নিজস্ব প্রতিবেদক : ম্যাগপাই নিউজ সহ বিভিন্ন পত্র পত্রিকায় নিউজের পর যশোর সদর হাসপাতালের পুরাতন ভবনটি গণপুর্ত বিভাগ থেকে পরিদর্শনের পর তাঁরা ঝুকিপুর্ণ ঘোষণা করার পর দুটি ওয়ার্ড এর রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

এ দিকে আজ বুধবার সকালে যশোরের জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন সরেজমিনে পরিদর্শন করেন।সাথে ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.এ কে এম কামরুল ইসলাম ।

উল্লেখ্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতাল অত্র অঞ্চলের কয়েক লক্ষ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রদানের শেষ আশ্রয়স্থল। চিকিৎসকগণ তাঁদেরে সর্বোচ্চ আন্তরিকতা দিয়েই চিকিৎসা সেবা দিয়ে চলছেন। কিন্তু ধারণক্ষমতার কয়েকগুন বেশী রোগী এবং জরাজীর্ণ ভবনের ভেঙ্গে পড়ার আশঙ্কা সহ অন্যান্য কারনে চিকিৎসকগণ সহ সংশ্লিষ্ট সকলে হতাশা ব্যক্ত করেন।

এর আগে শনিবার দুপুরে ছাদ ধ্বস ঠেকাতে বাশের পেয়ালা দেয় যশোর সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here