বাংলাদেশিদের জঙ্গি বানানোর ষড়যন্ত্র আন্তর্জাতিক: স্বরাষ্ট্রমন্ত্রী

0
410

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের মানুষকে জঙ্গি বানানোর জন্য একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘বহির্বিশ্বের মানুষ বলে ‘অল হিউম্যান আর নট টেরোরিস্ট, বাট অল টেরোরিস্ট আর মুসলিমস’। কিন্তু বর্তমানে সারা বাংলাদেশের মানুষ আজ জঙ্গির বিরুদ্ধে একস্বরে কথা বলছে। এক হয়ে সবাই কাজ করছে।’

শনিবার বিকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১০ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। বর্তমানে পুলিশ নিজেদের জীবন দিয়ে হলেও তার কর্তব্য রক্ষা করছে। গুলশানের হলি আর্টিজেনে থেকে সিলেটের শিববাড়ী জঙ্গি আস্তানায় নিহতরাই তার প্রমাণ। তার তাদের কর্তব্য পালনে দেশ রক্ষার জন্যই প্রাণ দিয়েছেন।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘আমাদের দেশের মানুষের মতো এত বন্ধুত্ব আর কোথাও নেই। প্রতিবেশীর জন্য জীবন দিয়ে দিই। অন্য দেশের কোথাও নেই। আমরা অত্যন্ত ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্মান্ধ নই। ধর্মের জন্য আমরা সবকিছু করতে পারি। তবুও আমরা ধর্মকে সম্মান করি। এ দেশে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ ধর্ম নিয়ে আছেন।’

সমাবেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, প্রধান বক্তা ছিলেন পুলিশের মহাপরিচালক (আইজিপি) এ কে এম শহীদুল হক, গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here