” বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে গেছেন”

0
353

আরিফুজ্জামান আরিফ : প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।

শুক্রবার (১২ মে) বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তারা ভারতে প্রবেশ করেন।

জানা যায়, ৩০ সদস্যের প্রতিনিধি দলে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। এদের মধ্যে আনসার, পুলিশ সদস্য ছাড়া থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ খেলোয়াড়রা রয়েছেন।

আগামী ১৪, ১৫ ও ১৬ মে ভারতের ৩৬ গজের ভিল্লাই শহরে এ প্রীতিম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ মে দলটি দেশে ফিরবে।

বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএ মামুন প্রতিনিধি দলের ভারত সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতবারের চেয়ে তাদের এবারের দল আরো বেশি শক্তিশালী। আমরা আশাবাদী জয়ী হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনবো।

এ ধরনের প্রীতি ম্যাচ দু’দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মনোভাব জোরদারে বড় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here