বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বাঘারপাড়া উপজেলা কর্ম বিরতি পালন করে

0
451

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : গতকাল বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসাসিয়েশন বাঘারপাড়া উপজেলা শাখা ৪দফা দাবি বাস্তবায়নের লক্ষে কর্ম বিরতি পালন করে। বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে কর্ম বিরতি পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভক্ত,কবির হোসেন, ফরহাদ হোসেন, তৃপ্তি রানী বিশ্বাস,নিলুফার ইয়াসমিন,চম্পা দেবনাথ, কোহিনুর পারভেজ, শরিফুল ইসলাম, সালেহা খাতুন,আবু হেনা মোস্তফা কামাল, সুপ্রিয়া ঘোষ,চিত্রা গোলদার প্রমুখ। স্বাস্থ্য সহকারিদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির ঘোষনা অনুযায়ী পহেলা জানুয়ারী থেকে ই,পি,আই কাজ সহ সকল কাজ বন্ধরেখে কর্ম বিরতী চলে। স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতনস্কেল এবং চার দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্ম বিরতী চলবে বলে জানাযায়। স্বাস্থ্য সহকারিদের চার দফা দাবি হচ্ছে ১/বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।২/ মাঠ/ ভ্রমণ ভাতা ও ঝুকি ভাতা মূল বেতনের ৩০%হারে দিতে হবে।৩/ প্রতি ৬ হাজার জনগোষ্ঠির জন্য ১জন করে স্বাস্থ্য সহকারী দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে শুন্য পদে নিয়োগ প্রদান করতে হবে। ৪/ ১০% পোষ্য কোটা প্রবর্তন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here