বাংলার মেলা’র উদ্যোগে ৩০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

0
457

নিজস্ব প্রতিবেদক : যশোরের আদিবাসী সম্প্রদায়সহ ৩শ ছিন্নমূল খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল ও আলু) বিতরণ করা হয়েছে। করোনায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর বিধিনিষেধ চলাকালে দুর্দশাগ্রস্ত এসব পরিবারের মাঝে সোমবার বিকেলে স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন ‘বাংলার মেলা’র উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বেজপাড়া বনানী রোড এলাকায় (বুনোপাড়া মাঠ) কর্মসূচি পরিচালনা ও সমন্বয় করেন বাংলার মেলা’র সভাপতি রোহিত রায়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা আবু জাফর সেকেন্দার, নাট্যব্যক্তিত্ব আলমগীর হোসেন বাবু, কামরুল হাসান রিপন, জহির ইকবাল নান্নু, আল সুফিয়া আনন, বাংলার মেলা’র যশোর জেলা শাখার সভাপতি রুদ্র দেবনাথ, সাধারণ সম্পাদক অভিজিৎ অধিকারী, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তরঙ্গ সরকার, সদস্য ত্রিদীপ দেবনাথ বর্ষণ, নিলয় হালদার, অভিজিৎ পাল, অংকন নাগ, অঞ্জন হালদার, জয় গোপাল রায়, সুদীপ্ত সাহা প্রমুখ।