বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

0
452

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা করা হয়েছে। এ বছর চারটি বিভাগে ৪ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক এ পুরস্কার অর্জন করেছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিষ্ঠানটির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের চতুর্থ তলার শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুরস্কারের জন্য নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করেন মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় কাজী রোজী, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ, কথাসাহিত্যে মোহিত কামাল এবং মুক্তিযুদ্ধ বিষয়ে আফসান চৌধুরী

প্রসঙ্গত, আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখক, গবেষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সাহিত্য পুরস্কার তুলে দেবেন। বিজয়ী প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here