বাউবি’র বিএ/বিএসএস পরীক্ষা শুরু শুক্রবার

0
378

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০১৬ সালের ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ/বিএসএস) পরীক্ষা আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৫৩টি কলেজে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে সিমেস্টারভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট দুই লাখ ৭২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

পরীক্ষার্থীদের মধ্যে এক লাখ ৫৭ হাজার ৭৪৯ জন পুরুষ এবং ১ লাখ ১৫ হাজার ১৪৫ জন নারী রয়েছেন।বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে। এতে আরো বলা হয়, পরীক্ষার্থীদের লিথোকোডযুক্ত উত্তরপত্রে আইডি নম্বর, প্রোগ্রাম কোড ও প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লেখা আবশ্যিক। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে এবং ২০ অক্টোবর পরীক্ষা শেষ হবে। -বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here