“বাগআঁচড়ায় যাত্রী ছাউনি না থাকায় জনদূর্ভোগ চরমে”

0
995

আরিফুজ্জামান আরিফ বাগআঁচড়া : যশোরের বাগআঁচড়া বাজার একটা জনবহুল ও গুরত্বপুর্ন স্হান হিসাবে সর্বমহলে স্বীকৃত। আয়তনেরর তুলনায়ও বাজারটি বেশ বড়।প্রতিদিন হাজার হাজার লোকের সমাগমেরও কমতি নেই এখানে। অথচ যাত্রী ছাউনি না থাকায় জনদূর্ভোগ চরমে।জেলার বাগআঁচড়া বাজারটির বুকচিরে বয়ে গেছে যশোর সাতক্ষীরা মহাসড়ক।ফলে এ রাস্তা দিয়ে শতশত বাস,ট্রাক সহ নানা যানবাহন চলাচল করে থাকে।তাছাড়া পার্শ্ববর্তী কলারোয়া ঝিকরগাছা উপজেলার হাজারও মানুষের প্রান কেন্দ্র এ বাগআঁচড়া বাজার।ফলে তাদের দেশের রাজধানী সহ বিভিন্ন স্হানে চলতে ফিরতে বাগআঁচড়ায় আসতে হয়।আর এ কারনে এটি একটি অতি জন গুরুত্বপূর্ণ।বাস ষ্টেশন হিসাবে স্বীকৃত ৩টি যাহা বাজারের বাসষ্টান্ড,পুরাতন বাস ষ্টান্ড যা পরিবহন কাউন্টার পর্টি হিসাব বিবেচিত ও ফুলতলা ষ্টান্ড। কিন্তু উক্ত বাস স্ট্যান্ড কোন যাত্রী ছাউনি না থাকায় বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতে সীমাহীন দুভো’গ পোহাতে হচ্ছে। পরিবার পরিজন নিয়ে অনেক যাত্রী রোধে পুড়ে মেঘে ভিজে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। ফলে যাত্রী সাধারননের বাধ্য হয়ে বাস ও পরিবহনের জন্য বিভিন্ন স্থানে অপেক্ষা করতে হয়। এমনকি দোকান গুলিত ভিড় জমাতে হয়। এতে নানা সমাস্যায় পড়তে হয়। অনেক সময়।যাত্রী হয়ে পড়ে অসহায়।সুনামের দিক দিয়ে কোন কমতি নেই বাগআঁচড়ার। কিন্তু দূর্ভাগ জনক হলেও সত্যি যে যাত্রী সাধারনের নুন্যতম সুযোগ নেই এখানে। সাধারন মানুষের নুন্যতম এ সেবা দিতে যথাযথ মহল বিযয়টি জরুরী মনে করে বাজারটিতে যাত্রী ছাউনীর ব্যাবস্হা করবেন বলে সচেতনমহল দাবী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here