বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় চিত্রা নদীর ওপর নির্মিত সেতু উদ্বোধণ ।। এমপি রনজিৎ রায়

0
838

অনুপম দে,বাঘারপাড়া(যশোর) : বৃহস্পতিবার বাঘারপাড়া নারিকেলবাড়িয়া চিত্রানদীর উপর নির্মিত নতুন সেতু উদ্বোধন করা হয়েছে । বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দু’উপজেলার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া চিত্রা নদীর ওপর নির্মিত ব্রীজের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি পায়রা ও বেলুন উড়িয়ে বহু কাঙিখত এ ব্রীজের শুভ উদ্বোধন ঘোষণা করেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এ সময় বাঘারপাড়া ও শালিখা উপজেলার কয়েক গ্রামের মানুষ মেতে ওঠে উৎসবে। মুহুমুহু করতালিতে মুখর হয়ে ওঠে গোটা নারিকেলবাড়িয়া এলাকা। স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন যাবত এ দু’উপজেলাবাসীর চলাচলে বাধা হয়ে দাঁড়িয়ে ছিল এ চিত্রা নদী। স্বাধীনতার পর থেকে উপজেলা দু’টির মানুষেরা একটি ব্রিজ নির্মানের দাবি করে আসছিল। কেউ সাড়া জানায়নি। আওয়ামীলীগ দ্বিতীয় মেয়াদে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর এ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রনজিৎ রায় প্রতিশ্রুতি অনুযায়ী নারিকেলবাড়িয়ায় কাংখিত চিত্রা ব্রিজ নির্মাণে এগিয়ে এসেছেন। যে কারনে এ দু’উপজেলাবাসী তার প্রতি (রনজিৎ রায়) কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রিজ উদ্বোধন শেষে সন্ধ্যায় নারিকেলবাড়িয়া স্কুল মাঠে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রনজিৎ রায়। এ সমাবেশে রনজিনজিৎ রায় বলেন । নারিকেলবাড়িয়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, অতীতে এ অঞ্চলের মানুষ আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিল। তাই আমার দায়িত্ব এ অঞ্চলের মানুষের জন্য কিছু করার। নারিকেলবাড়িয়া ইউনিয়নকে মডেলে রূপান্ততি করার জন্য উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হ”্ছ।ে আগামীতে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে নারিকেলবাড়িয়াকে পৌরসভা করারও ঘোষণা দেন তিনি। আওয়ামীলীগ সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড কর্মকান্ডের ফিরিস্থিও তুলে ধরেন রনজিৎ রায়। বলেন,আওয়ামীলী উন্য়নের সরকার । তাই শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন দেশের উন্নয়ন হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু তাহের আবুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী,পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অরুণ অধিকারী.বাঘপারপাড়া থানার ওসি শেখ মতিয়ার রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায়,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম ছরোয়ার,উপজেলা যুবলীগের যুগ্ন আহবাযক পৌর কজাউন্সিলর জুলফিকার আলী জুলাই,ইউপি সদস্য তরিকুর ইসলাম,। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা ফয়সাল আহমেদ মিল্টন,খাজুরা ফাঁড়ি ইনচার্জ মাসুদুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালা করেন অধ্যক্ষ এম এ আওয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here