বাঘারপাড়ায় বই বিতরণ উৎসব পালিত

0
380

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। প্রতি বছর উপজেলা সদরে এ উৎসবের আয়োজন করা হলেও এবার হয়েছে তার ব্যতিক্রম। উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সবুজ শ্যামলে ঘেরা জহুরপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। বুধবার সকাল ১১টায় বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এতে প্রধান অতিথি ছিলেন এমপি রনজিৎ কুমার রায়। তিনি শিক্ষার্থীদের হাতে সরকারের দেওয়া নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএফএম আবু সুফিয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, জহুরপুর ইউপি চেয়ারম্যান দীন মোহাম্মদ দীলু পাটোয়ারী। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর-এ-এলাহীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার ওহিদুজ্জামান, প্রধান শিক্ষক তাপস কুমার ও শিখা কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন, জহুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা মিলন হোসেন প্রমুখ। এদিকে উপজেলার প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাধ্যমিক ও মাদরাসাসহ দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ কার্যক্রম চলে।