বাঘারপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ ‘ভাল মানুষ হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে’-খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া

0
741

অনুপম দে,বাঘারপাড়া (যশোর) প্রতিনিধিঃ “ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ ।ভাল মানুষ হতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। একদিন তোমরাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের সামনে এদেশের মুখ উজ্জ্বল করবে।আমাদের দেশ এখন বিশ্বের কাছে অনেক মর্যাদা ও সম্মান অর্জন করেছে । একদিন স্বপ্ন ছিল ডিজিটাল বাংলাদেশ গঠনের এখন তা বাস্তবায়ন হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধাচিত্তে স্মরন করি ;যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা । তোমাদের লেখা-পড়ায় অধিক মনোযোগী হতে হবে। ক্লাস বাদ দিয়ে অহেতুক সময় নষ্ট করবেনা। মাদক সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক থেকে দূরে থাকতে হবে।” মঙ্গলবার সকাল ১০টায় বাঘারপাড়া উপজেলা পরিষদ মঞ্চের উদ্বোধন ও গরিব শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্য এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। এ সময় তিনি বলেন, সকল শিক্ষাথীদের ভাল মানুষ হতে হবে ।পাশা পাশি মাদকের ছোবল থেকে সন্তানদের অনেক দূরে রাখতে ও অভিভাবকদের অধিকতর সচেতন হতে আহব¦ান জানান । মঙ্গলবার বাঘারপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত গরীব-মেধাবী ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ ও ডিজিটাল হাজিরা কার্যক্রমসহ কয়েকটি কার্যক্রমের উদ্বোধণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।এদিন সকালে প্রথমে অতিথিদের গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জনানো হয়। এরপর নির্মিত উপজেলা পরিষদ মঞ্চের উদ্বোধণ করেন অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ে একই সাথে ডিজিটাল হাজিরা,ই-ফাইলিং ও সততা স্টোরের উদ্বোধণ করেন,এছাড়া কৃতি শিক্ষার্থীদের মাঝে উপজেলার রাজস্ব তহবিল থেকে ১০০ গরীব-মেধাবী শিক্ষার্থীদের ৪০০০ টাকার চেক বিতরণ করেন , এঅনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন ও শিক্ষা সহায়ক হিসাবে আরো একধাপ এগিয়ে নিতে ৯০জন গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এ সময় ডিজিটাল হাজিরা সংক্রান্ত পাঁচ মিনিটের একটি ভিডিও প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ বেগম। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মসিয়ূর রহমান,পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুরুল আলম,ইউপি চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন,উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ ও কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলা পরিষদের এ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অতিথিরা চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের সততা স্টোরের উদ্বোধণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here