বাঘারপাড়া মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট ।। বাঘারপাড়া ডিগ্রী কলেজ ৩-২ গোলে বিজয়ী

0
808

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি  : “মাদক কে না বলুন, খেলা ধুলাকে হা বলু ”গতকাল মঙ্গলবার বিকালে বাঘারপাড়া মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী প্রথম রাইন্ডের দ্বিতীয় ম্যাচ ফুটবল টুর্ণামেন্ট ডিএন সি কাপ অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহণ করেন ভাগুড়া আর্দশ ডিগ্রী মহা বিদ্যালয় বানাম বাঘারপাড়া ডিগ্রী মহা বিদ্যালয়।এ খেলায় বাঘারপাড়া ডিগ্রী মহা বিদ্যালয় ৩-২ গোলে ভাগুড়া আর্দশ ডিগ্রী মহা বিদ্যালয়কে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্যন করেন। মাদক দ্রব্য অধিদপ্তরের যশোর জেলা উপ-পরিচালক মোহাম্মাদ নাজমুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্ভোধক ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম,বিশেষ অতিথি ছিলেন রেজাউল করিম রেজা অফিসার ইনচার্জ শ্রীপুর থানা মাগুরা। বাঘারপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক শামছুর রহমান, প্রভাষক নিখিল আড্ড,এস আই মতিন প্রমুখ। খেলাটি পরিচালনা করেন রেফারি মুস্তাফিজুর রহমান, সহ কারি মাষ্টার মিজানুর রহমান,লাবু জোযাদ্দার, সালাউদ্দীন দীলু, ধারাভাষ্যেছিলেন মাছুম রেজা তুষার, তুহিন পারভেজ,পিকুল হাসান,সোহেল রানা,পৃষ্ঠপোষকতায় অফিল ব্রিকস্,হোটেল জাবির ইন্টারন্যাশনাল,জেমকন গ্রুপ,মিডিয়া পাটনার সবার প্রীয় দৈনিক স্পন্দন ও (২৪) টুয়েন্টি ফোর এ খেলায় ৩-২ গোলে ভাগুড়া আর্দশ ডিগ্রী মহা বিদ্যালয় কে পারাজিত করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক সবুজ আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here