বাঙালি তরুণীর মাথায় ‘মিস ইংল্যান্ড’ এর মুকুট

0
312

বিনোদন ডেস্ক : ‘মিস ইংল্যান্ড- ২০১৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বাঙালি তরুণী চিকিৎসক ভাষা মুখার্জি (২৩)। কয়েক ডজন প্রতিদ্বন্দীকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিস ইংল্যান্ড-এর চূড়ান্ত পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর ভাষা মুখার্জি বোস্টনে একটি হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেবে চাকরি শুরু করেছেন।

প্রতিযোগিতায় অংশ নেয়ার আগে ভাষা মুখার্জি বলেছিলেন, ‘কিছু মানুষ মনে করে সুন্দরী প্রতিযোগিতায় যারা আসেন, তারা নির্বোধ-বোকাসোকা হন। কিন্তু আমরা তা ভুল প্রমাণ করেছি।’

ভাষা ইংল্যান্ডের ডার্বি শহরে বসবাস করেন। চিকিৎসা শাস্ত্রে তার দুটি পৃথক ডিগ্রি আছে। মেধাবী এই এই তরুণী পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন। মেডিকেলে পড়ার মাঝামাঝি সময় থেকে তিনি মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন।

ভাষা মুখার্জির জন্ম ভারতে। তার মা-বাবা কলকাতার বাসিন্দা ছিলেন বলে জানা যায়। নয় বছর বয়সে যুক্তরাজ্যে প্রবাসী হন তারা। ভাষা নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে দুটি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন। একটি চিকিৎসা বিজ্ঞান, অন্যটি মেডিসিন ও সার্জারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here