বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিয়ে যশোরে ফলোআপ ওয়ার্কশপ

0
138

প্রেস বিজ্ঞপ্তি : বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরূপণে যশোরে ফলোআপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক বাজেট আন্দোলন (ডিবিএম) যশোরের উদ্যোগে সোমবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডিবিএম যশোরের আহ্বায়ক খন্দকার আজিজুল হক মনি। অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ডিবিএম’র অ্যাডভোকেসি কর্মকর্তা বি-আম্মা মল্লিকা।
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা এফপিএবি কর্মকর্তা আবিদুর রহমান, উদীচী যশোরের সাবেক সভাপতি সোমেশ মুখার্জী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী প্রণব দাস, ব্লাস’র প্রকল্প কর্মকর্তা অ্যাড. জান্নাতুল ফেরদৌস সূচণা, অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ ব্যানার্জি, দলিত নেতা সাধন অধিকারী, কল্পনা রাণী রায়, জেলা ফল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম সাইফুল ইসলাম লিটন, জেলা মটর চালকলীগের সভাপতি কোবাদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম, মানবাধিকার কর্মী রুবাইদুল হক সুমন প্রমুখ।
সঞ্চালনা করেন ডিবিএম যশোরের সদস্য সচিব শাহ্জাহান নান্নু। সহযোগিতায় ছিলেন ডিবিএম যশোরের ফোকাল পার্সন দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাজনিন সুলতানা জেনি।
আলোচনায় বক্তারা জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের কার্যকর পদক্ষেপ গ্রহণসহ শুধু অবকাঠামো নয় মানবিক উন্নয়নে বাজেট বৃদ্ধি, সমতাভিত্তিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে জবাবদিহিতা নিশ্চিতকরণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (দলিত ও তৃতীয় লিঙ্গ) উন্নয়ন, ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা ও সুদের হার এক অংকে নিয়ে আসা এবং কৃষকসহ প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বেষ্টনি বিষয়ে সুপারিশ তুলে ধরেন।