বাড্ডা থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

0
441

ঢাকা প্রতিনিধি: রাজধানীর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, এসআই শহীদ, এএসআই দ্বীন ইসলাম, এএসআই আব্দুর রহিমসহ ৮ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।

রবিবার সকালে ঢাকা মহানগর মূখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নুরুন নাহার নাছিমা বেগম নামের উত্তর বাড্ডার এক বাসিন্দা।

মামলার বাকি চারজন হলেন উত্তর বাড্ডার আতাউর রহমানের কাইচারের স্ত্রী জাহানারা রশিদ রুপা, মৃত আব্দুর রশিদ দেওয়ানের স্ত্রী রোকেয়া রশিদ, সৈয়দ আবু সাঈদের ছেলে আতাউর রহমানের কাইচার ও মো. শুকুর আলী।

মামলার এজহারে উল্লেখ করা হয়, মামলার ৫ নং আসামি বাদিনীর সতীনের কন্য জাহানারা রশিদের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক্ষেত্রে জাহানারা বাদিনীদের বিভিন্ন মামলা মোকাদ্দমার মাধ্যমে হয়রানি করছিল। এ কাজে জাহানারাকে পুলিশ সহায়তা করছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাড্ডা থানার পুলিশের পক্ষ থেকে বাদিনীর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here