বাল্যবিবাহ ঠেকাতে ভ্রাম্যমান আদালতের রাত ১২টা পর্যন্ত অপেক্ষা

0
256

নিজস্ব প্রতিনিধ

যশোরের চৌগাছায় বাল্য বিয়ে ঠেকাতে রাত ১২ টা পর্যন্ত অপেক্ষা করলো ভ্রাম্যমান আদালত। কিন্তু তার আগেই বিয়ে সেরে সটকে পড়ে বর পক্ষ। এমনকি বিয়ে বাড়িতে কনের মা-বাবাকেও খুজে পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার উপজেলার জগদিশপুর ইউনিয়নের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,(১৫ জুন) বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাল্য বিবাহের গোপন সংবাদে চৌগাছা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরের নেতৃত্বে উপজেলার কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। কনে হিন্দু সম্প্রদায়ের এবং উপজেলার কান্দি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। তবে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌছানোর আগেই বিয়ে শেষ করে চলে যায় বর পক্ষ। অপরদিকে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবরে কনের বা-বামা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাফী বিন কবির জানান, বাল্য বিাবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ঘটনাস্থলে রাত ১২টা পর্যন্ত অপক্ষো করেও কাউকে না পাওয়ায় গ্রেফতার বা জরিমানা করা সম্ভব হয়নি।