বিএসপির ২১৭তম সাহিত্য সভা অনুষ্ঠিত

0
299

স্টাফ রিপোর্টার : যশোর বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২১৭ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. সন্দীপক মল্লিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক ড. মো. মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সুরাইয়া শরীফ, কবি অ্যাড জিএম মুছা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমদ রাজু।
বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি ও গীতিকার, সংগঠনের সাবেক সভাপতি এডিএম রতন, আমির হোসেন মিলন, রাশিদা আখতার লিলি, কাজী নূর, মো. আহমেদ মাহাবুব ফারুক, জাহিদুল যাদু, মোস্তাফিজুর রহমান, তোজাম্মেল হক, অ্যাড. মাহমুদা খানম, অরুণ বর্মন, শেখ হামিদুল হক, ফাতিমা পারভীন, শংকর নিভানন, মহব্বত আলী মন্টু, মোস্তফা কামাল দাদু, রেজাউল করিম রোমেল, মো. হাবিবুর রহমান (হাবিব), সানজিদা ফেরদৌস, নজরুল ইসলাম।
সংগঠনের বারবার নির্বাচিত সহ-সভাপতি কবি নূরজাহান আরা নীতি ও সাংগঠনিক সম্পাদক কবি রবিউল হাসনাত সজল গুরুত্বর অসুস্থ হওয়ায় সভায় তাদের সুস্থতা কামনা করা হয়।