বিগত দুই যুগ ধরে যশোর জেলায় যোগদানকারী পুলিশ সুপারের একই কথা

0
310

যশোরে নবাগত পুলিশ সুপারের মাদকের বিরুদ্ধে অভিযান কতটা সফলতা আসবে এখন তা দেখার অপেক্ষার পালা !
এম আর রকি : নবাগত পুলিশ সুপারের মাদকের বিরুদ্ধে অভিযান ব্যাহত হওয়ার সম্ভনা দেখা দিয়েছে। তার কারণ হিসেবে আইনের রক্ষক যখন মাদক সেবনকারী কিংবা মাদক বিক্রেতার সহায়তাকারী। সেখানে মাদক নির্মূলে কতটা সফলতা আসবে এমন প্রশ্ন দেখা দিয়েছে খোদ যশোর বাসীর মধ্যে। তাছাড়া,প্রকৃত মাদক ব্যবসায়ীরা সব সময় থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। পুলিশ কর্তৃক যে সব নারীপুরুষ ধরা পড়ছে তারা মূলত মাদকের খুচরা বিক্রেতা। বড় বড় ব্যবসায়ীরা পুলিশের যত বড় অভিযান চললেও তারা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। এমন ঘটনা যশোর অঞ্চলে এখন অহরহ ঘটছে বলে খবর পাওয়া গেছে।
নির্ভরযোগ্য সূত্রগুলো বলেছেন,যশোর শহর ও জেলার বিভিন্ন অঞ্চলে যে সব মাদক বিক্রেতা রয়েছে তারা কৌশল নিয়ে মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। তাদের সাথে থানা,ফাঁড়ী,ক্যাম্প পুলিশের কতিপয় ব্যক্তিদের সাথে সখ্যতা রয়েছে। যার কারণে তারা সব সময় রয়ে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে। পুলিশ কর্তৃক যারা এখন ধরা পড়ছে তাদের মধ্যে অধিকাংশগন মাদক বিক্রি ছেড়ে দিয়েছে নয় তাদেরকে মাদক ব্যবসা করতে পরোক্ষভাবে বাধ্য করা হচ্ছে। তাদেরকে ব্যবসা করানোর কারণ হিসেবে জানাগেছে কতিপয় অর্থলোভী পুলিশের অর্থের জোগানের জন্য। পুলিশের হাতে এখন যারা গ্রেফতার হচ্ছেন। তারা এখন মাদক বিক্রি না করলেও তাদেরকে মাদক দিয়ে চালান দেওয়ার অভিযোগ করেছেন আটক ব্যক্তিদের অভিভাবকগন। তাছাড়া, প্রকৃত যারা মাদক ব্যবসার সাথে জড়িত পুলিশ তাদেরকে অজ্ঞাত কারণে ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। খোদ পুলিশের মধ্যে থেকে জানাগেছে,যশোর জেলায় থানা,পুলিশ ক্যাম্প,ফাঁড়ী ও তদন্ত কেন্দ্রগুলোতে যে সব পুলিশের পরিদর্শক,এসআই,এএসআই ও কনস্টেবল দায়িত্ব পালন করছেন । তাদের মধ্যে অনেকে পূর্বের ন্যয় না হলেও আগের মতো মাদক সেবন চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে যশোরের পত্র পত্রিকায় পুলিশ কর্তৃক মাদক সেবনসহ বহুবিধ অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে কর্মরত পুলিশ কর্তাদের মধ্যে যাদেরকে সন্দেহের তালিকায় রাখা হয়েছিল তাদের ডোপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ওই সময় যাদেরকে ডোপ পরীক্ষায় আনা হয়েছিল। তাদের অনেকে এখন যশোর জেলার বাইরে চলে গেছে। তাছাড়া, পুলিশের মধ্যে যারা ফেনসিডিল সেবন করেন তারা এখনও তাদের সেবন কারবার চালিয়ে যাচ্ছে। পুলিশ সদস্য হওয়ায় বলা ও দেখার কেউ নেই। সূত্রগুলো বলেছেন,সীমান্ত বর্তী এলাকার চৌগাছা থানা থেকে শুরু করে যে সব থানা রয়েছে । সে সব থানা ভবনের উপরের ছাদে ফেনডিলের খালি বোতল প্রত্যক্ষ করেছেন অনেকে। সূত্রগুলো আরো বলেছেন,ফেনসিডিলের পাশাপাশি ইয়াবা,গাঁজা সেবন রীতিমতো চালিয়ে যাচ্ছেন কতিপয় পুলিশ সদস্য। সূত্রগুলো দাবি করেছেন,চৌগাছা,শার্শা ও বেনাপোল পোর্ট থানা ও থানার অন্তর্গত পুলিশ ক্যাম্পে যে সব কর্মকর্তা দায়িত্ব পালন করছেন তারা চোরাচালানী ও মাদক কারবারীদের সাথে যোগাযোগ রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাদকের মূল ব্যবসায়ীদের ধরা ছোয়ার বাইরে রেখে যারা খুচরা ব্যবসায়ী তাদেরকে আটক করে জেলান নবাগত পুলিশ সুপার ও খুলনা ডিআইজি’র কাছে নিজেকে কর্মট পুলিশ বলে আখ্যায়িত করার আইওয়াশ চালিয়ে যাচ্ছে। পুলিশের নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন সদস্য জানিয়েছেন,আগের মতো পুলিশের কর্মকান্ড না থাকলেও যারা বরাবর মাদক সেবনের সাথে জড়িত তারা আগের মতো না হলেও কিছুটা পরিবর্তন করে কারবার চালিয়ে যাচ্ছে। বর্তমানে যশোর জেলায় যে সব পুলিশের পরির্দশক,এসআই,এএসআই ও কনস্টেবল দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে যারা মাদক সেবনের সাথে জড়িত তাদেরকে ডোপ টেষ্টের মাধ্যমে সনাক্ত করা অতি সহজ। মাদক সেবনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলার বাইরে বের করে দিলে নবাগত পুলিশ সুপারের উদ্দেশ্য সফল হবে মনে করেন জেলার সচেতন নাগরিক সমাজের। তাছাড়া,যশোর জেলায় বিগত দুই যুগ ধরে যে সব পুলিশ সুপার যোগদান করেছেন। তারা সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় সভায় মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনাসহ নানা পদক্ষেপের কথা বলেছেন। এভাবে আর কত বছর এমন বক্তব্য শুনতে হবে?