বিজিবি-বিএসএফ’র যৌথ কমান্ডো প্রশিক্ষণে ২৯ সদস্যের প্রতিনিধি দল ভারত গেলেন

0
561

আশানুর রহমান আশা-বেনাপোল প্রতিনিধি : বিজিবি-বিএসএফ’র যৌথ কমান্ডো প্রশিক্ষণে অংশ নিতে বিজিবি’র ২৯ সদস্যর একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোসট দিয়ে ভারত গেলন। সামবার সকালে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী আশরাফুল ইসলামের নেতৃত্বে ভারতে প্রবেশ করেন তারা।

এ সময় বিজিবি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌছালে তাদের শুভেচ্ছা জানান ভারতীয় ৬৪ সীমান্ত রক্ষীবাহিনীর এসিট্যান্ট কমিশনার আরজি মিনা। প্রতিনিধি দলে আছেন ৪৮ বিজিবর ২ জন,১৪ বিজিবির ২ জন,৪৯ বিজিবির ২ জন,১১বিজিবির ২ জনসহ ২৫টি ব্যাটালিয়নের মোট ২৯ জন সদস্য। ভারতের ঝাড়খন্ড প্রদেশের হাজারীবাগ টেকেরপুর বিএসএফ একাডেমিতে ৪০ দিনব্যাপি এই কমান্ডো প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবদার আব্দুল ওয়াহাব উন্নত কমান্ডো প্রশিক্ষণে ২৯ সদস্যের প্রতিনিধি দল ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here