বিজয়ের ৫০ বছর পূর্তিতে যশোর জেলায় মাস জুড়ে সাংস্কৃতিক উৎসব

0
210

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের ৫০ বছর পূর্তিতে যশোর জেলায় মাস জুড়ে সাংস্কৃতিক উৎসব করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর। জেলা শহরের কর্মসূচি ৬ ডিসেম্বর যশোর মুক্ত দিবসে ঐতিহাসিক যশোর রোড সংলগ্ন শহরের উপকন্ঠে চাঁচড়া এলাকায় উদ্বোধন করা হবে। ১১ ডিসেম্বর ইতিহাসের আরেক স্বর্ণোজ্জ্বল দিন স্বাধীন বাংলাদেশের প্রথম জনসভার দিন শেষ হবে এ কর্মসূচি। এরপর পর্যায়ক্রমে দুদিন করে ৭টি উপজেলায় অনুষ্ঠিত হবে এ উৎসব।
উৎসব সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জোট সভাপতি সুকুমার দাসের সভাপতিত্বে সভায় সহ-সভাপতি দীপংকর দাস রতন ও ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু, সুরবিতানের সম্পাদক বাসুদেব বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুরের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক অধ্যাপক মশিয়ার রহমান, অভয়নগরের সদস্য সচিব মনিরুজ্জামান, ঝিকরগাছার আহ্বায়ক নাসরিন নাহার আশা, চৌগাছার আনিসুর রহমান, মণিরামপুরের শান্তুনু চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।