বিজয় আসুক শুভ চেতনার

0
333

আজ বিজয়া দশমী। বাঙালি হিন্দু সমপ্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উত্সব শারদীয় দুর্গাপূজার সমাপনী দিবস আজ। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটিয়াছে। ফলে দুর্গাপূজার সংখ্যাও এইবার কয়েক গুণ বাড়িয়াছে। র্যাবের দেওয়া তথ্যানুযায়ী এইবার সারা দেশে ৩১ হাজার পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হইয়াছে শারদীয় দুর্গোত্সব। আবহমান কাল হইতে এই দেশের মানুষ যে অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়া আসিতেছে, সকল ধর্মের অনুসারীরা মিলিয়া-মিশিয়া সম্প্রীতির সহিত বসবাস করিয়া আসিতেছে, তাহারই প্রতিফলন দেখিতে পাওয়া যাইতেছে হিন্দুদের প্রধান এই ধর্মীয় উত্সবে।

দুর্গোত্সব এমন একটি সময়ে অনুষ্ঠিত হয়, যখন বাংলার প্রকৃতি বর্ষার স্যাঁতসেঁতে আর্দ্রতা কাটাইয়া বাতাসে ক্রমশ ছড়াইতে শুরু করে শরতের ঘ্রাণ। শিউলিশুভ্র পেজাতুলা মেঘের ভেলায় চড়িয়া শরতের বাতাস বাংলার চরাচরজুড়িয়া জানাইয়া দেয়, সময় হইয়াছে দেবী দুর্গার অকালবোধনের। রামায়ণ অনুসারে, রামচন্দ্র বিপদে পড়িয়াছিল সীতাকে উদ্ধারের সময়। রাক্ষসরাজ রাবণকে পরাস্ত করিতে প্রয়োজন বিপুল শক্তির। শক্তিসঞ্চয়ের নিমিত্ত মহাশক্তির আরাধনায় রামচন্দ্র ১০৮টি পদ্মের মাধ্যমে অকালে জাগাইয়া তোলেন মহাশক্তিরূপিনী দেবীদুর্গাকে। মাতৃরূপী দুর্গার ঐশ্বর্য আবার প্রকাশিত হয় পৌরাণিক কাহিনির মাধ্যমেও। সৃষ্টির প্রথমে বিষ্ণুর নাভিকমল হইতে ব্রহ্মা বাহির হইয়া সৃষ্টি শুরু করিবেন, এমন সময় বিষ্ণুর কর্ণমল হইতে দম্ভরূপী অসুর মধুকৈটভ ব্রহ্মাকেই আক্রমণ করিতে উদ্যত হয়। বিষ্ণু যোগনিদ্রায় আচ্ছন্ন। ব্রহ্মার স্তবে বিষ্ণুর আঁখিপল্লব হইতে আবির্ভূতা হইয়া মহামায়া বিষ্ণুকে জাগ্রত করেন। অসুর মধুকৈটভ বধ হইল, সৃষ্টি রক্ষা হইল। অন্যদিকে মহিষাসুর স্বর্গরাজ্য দখল করিয়া দেবতাদের তাড়াইয়া দিল। দেবতারাও মহামায়ার আরাধনা করিয়া তুষ্ট করিলেন। ব্রহ্মশক্তি মহামায়া মহিষাসুর নিধন করিয়া রক্ষা করিলেন দেবতাদের।

পৌরাণিক এইসকল কাহিনি প্রতীকীরূপে বোঝাইয়া দেয় যে, দম্ভ-অহঙ্কার, কাম-ক্রোধ, লোভের বশবর্তী হইয়া মানুষ দুঃখসাগরে নিমজ্জিত হয়, কষ্ট পায়। মাতৃরূপ মহামায়ার পূজায় এইসব আসুরিক-ভাব হইতে মুক্ত হইয়া মানুষ পরম আনন্দ লাভ করিতে পারে। মাতৃরূপিনী মহাশক্তি দুর্গা অশুভ শক্তির কবল হইতেই বিশ্বব্রহ্মাণ্ড ও ভক্তকুলকে রক্ষা করেন। এই অপূর্ব চেতনার সহিত আবহমান বাংলার লোকজ সংস্কৃতি যুক্ত হইয়া দেবীদুর্গাকে বাঙালি হিন্দুসমাজ ‘ঘরের মেয়ে’ হিসাবেই বরণ করিয়া নেয়। অর্থাত্ ঘরের মেয়ের মধ্যেই রহিয়াছে সেই মহাশক্তি, যাহার মাধ্যমে বিনাশ ঘটানো সম্ভব সমাজের আসুরিক শক্তির।

প্রতি বত্সরের মতো এইবারও বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যথাযোগ্য মর্যাদা ও উত্সাহ-উদ্দীপনায় দুর্গোত্সবের আয়োজন করিয়াছে। রাজধানীসমেত প্রত্যন্ত গ্রামের মণ্ডপগুলিও উত্সবে মুখরিত হইয়া উঠিয়াছে। অসুরকে বধ ও অশুভকে বিনাশ করিয়া মানব-মনে সঞ্চারিত করা হয় শুভ চেতনা। শুভশক্তির আরাধ্য দেবী হিসাবে শুভ হউক দশমীর এই অন্তিম ক্ষণ।

শুভ বিজয়া উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জানাইতেছি আন্তরিক শুভেচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here