বিদ্বেষ না ছড়াতে সৌদি আরবের প্রতি তুরস্কের আহ্বান

0
374

ম্যাগপাই নিউজ ডেস্ক: বিদ্বেষ না ছড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান শুক্রবার ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভোলাপমেন্ট (একে) সদস্যদের সঙ্গে ইফতার মাহফিলে সৌদির প্রতি এ আহ্বান জানান।

রিসেফ তাইয়েপ এরদোয়ান বলেন, সৌদি প্রশাসনের প্রতি আমি একটি বিশেষ অনুরোধ জানাবো। উপসাগরীয় অঞ্চলে আপনারাই সবচেয়ে বড় ও ক্ষমতাবান রাষ্ট্র। আমরা আপনাদের বলি পবিত্র স্থানগুলোর জিম্মাদার। বিদ্বেষ নয়, ভ্রাতৃত্ব রক্ষায় আপনাদের কাজ করা উচিত। সব ভাইকে একত্রিত করতেই আপনাদেরকেই কাজ করতে হবো। এটাই আমরা পবিত্র স্থানগুলোর জিম্মাদার সৌদির কাছ থেকে আশা করি।

কাতারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে রিসেফ তাইয়েপ এরদোয়ান বলেন, কাতারকে একঘরে দিয়ে কোনো আঞ্চলিক সমস্যার সমাধান করা যাবে না। আঞ্চলিক সমস্যার সমাধান ও কাতারের সাহায্যার্থে আমি আমার ক্ষমতার মধ্যে সবকিছুই করবো। আমরা আমাদের কাতারি ভাইদের পরিত্যাগ করবো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here