বিনম্র শ্রদ্ধা ও বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নবজীবনের শহীদ দিবস উদযাপন

0
367

প্রেস বিজ্ঞপ্তি : আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী,আমরা কি ভুলিতে পারি । মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সাতক্ষীরা শহীদ আঃ রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে নবজীবনের পক্ষ থেকে ভাষা সৈনিক ও শহীদদের প্রতি অকুন্ঠ ভালবাসা এবং সম্মান প্রদর্শন করে শহীদদের প্রতি ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার একুশের রাতে দ্বিপ্রহরে নবজীবনের পক্ষ থেকে শহীদ বেদীতে নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সাথে শ্রদ্ধাজ্ঞলি দেন সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মকর্তাগন । এছাড়াও ভোর ৬টায় নবজীবন , নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট, নবজীবন ইনন্সটিটিউট, নবজীবন স্পন্সরশীপ প্রোগ্রামের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং নবজীবনের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে সকাল ১০ টায় নবজীবন ইনন্সটিটিউট প্রাঙ্গনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ । নবজীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বারী,জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ও নবজীবনের সহ-সভাপতি জ্যোৎ¯œা আরা, জেলা সৈনিক লীগ আহবায়ক মাহমুদ আলী সুমন, নবজীবনের প্রশাসনিক কর্মকর্তা শেখ মেহেরুল আলম মনি ,নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম , নবজীবন ইনন্সটিটিউটের প্রধান শিক্ষক আঃ হান্নান মোল্যা,কো-অর্ডিনেটর উম্মে সালেহা। বক্তারা বলেন নবজীবন শিক্ষা, স্বাস্থ্য সহ নানা উন্নয়নে সাতক্ষীরার একটি অন্যতম ও মডেল প্রতিষ্ঠান। নবজীবনের নির্বাহী পরিচালক মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা স্বপক্ষের একজন আদর্শিক এবং প্রতিভাবান ব্যক্তি। যার নিরলস পরিশ্রমের ফসল হিসাবে নবজীবন এবং সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান একদিন দক্ষিন বঙ্গের ১ম সারির প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে । গনমানুষের কল্যানকর ও উন্নয়নে বিশ্বাসী প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহায়তার পাশাপাশি নবজীবনের সুখ-দুঃখে অতন্দ্র প্রহরী হিসাবেও কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। আলোচণা সভা শেষে অতিথিবৃন্দ কবিতা আবৃতি ,চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here