বিপিএলে শীর্ষ ১০ উইকেট শিকারি বোলারের তালিকার সাত জনই বাংলাদেশের

0
404

ক্রীড়া ডেক্স : বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে শীর্ষ ১০ উইকেট শিকারি বোলারের তালিকার সাত জনই বাংলাদেশের। যার মধ্যে ছয় জনই হচ্ছেন আবার পেসার।

সর্বাধিক উইকেট তালিকার শীর্ষে অবস্থান আবু জায়েদ রাহীর। ছন্দে থাকা এই পেসার ৯ ম্যাচ থেকে সর্বমোট ১৫টি উইকেট নিয়েছেন।
১৩ উইকেট নিয়ে সাকিব আল হাসান সর্বাধিক উইকেট শিকারির তালিকার দ্বিতীয় স্থানে আছেন। ১৩ উইকেট পেলেও ইকোনমি রেটে পিছিয়ে থেকে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন তাসকিন আহমেদ।

সমান ১২ উইকেট নিয়ে পর্যায়ক্রমে চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন আবু হায়দার রনি ও মোহাম্মদ সাইফউদ্দিন। দ্বিতীয় স্পিনার হিসেবে শীর্ষ দশ উইকেট সংগ্রাহকের তালিকার ষষ্ঠস্থানে শহীদ আফ্রিদি। তিনি নিয়েছেন ১১টি উইকেট। ১১টি উইকেট নিয়ে এরপরের অবস্থানেই রয়েছেন পেসার শফিউল ইসলামের।

তালিকার অষ্টম, নবম ও দশমস্থানে অবস্থান মোহাম্মদ সামি, ডোয়াইন ব্রাভো ও মাশরাফি বিন মুর্তজার।

প্রত্যেকের নামের পাশেই রয়েছে ১০টি করে উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here