বিবর্তনের আয়োজনে যশোরে আবারও পর্দা উঠছে আন্তর্জাতিক নাট্যেৎসবের

0
268

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ অক্টোবর থেকে যশোরে অনুষ্ঠিত হবে তৃতীয় আন্তর্জাতিক নাট্যেৎসব। বিবর্তন যশোরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী এই নাট্যেৎসবের আয়োজন করা হচ্ছে। এ উৎসবে বাংলাদেশ ও ভারতের ৮টি নাট্যদল অংশ নেবে। আজ বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু। তিনি আরো জানান, যশোর শিল্পকলা একাডেমীতে প্রতিদিনি সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে এ নাট্যৎসব শুরু হবে এবং চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। ভারতের জনপ্রিয় অভিয়ন শিল্পী বিপ্লব বন্দ্যোপাধ্যয়, দেবশংকর হালদার, অঞ্জনা বসু ও চৈতি ঘোষালের নেতৃত্বে নাট্যদল অঙ্গন, যুগের যাত্রী, ঋত্বিক, প্রাচ্য কলকতার নাট্যকর্মীরা উৎসবে যোগ দেবেন।

সংবাদ সম্মেলনে উৎসব কমিটির উপদেষ্ঠা এবং জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক এড, মাহমুদ হাসান বুলু, বির্বতনের উপদেষ্টা অর্চনা বিশ্বস, উৎসবের উপদেষ্ঠা সাজেদ রহমান, বিবর্তনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি ও অনুষ্ঠান উপ-কমিটির আহবায়ক এইচ আর তুহিন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here