বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: ভিসি

0
445

যশোর ব্যুরো : বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। স্বাধীন সত্তা বজায় রেখে প্রতিটি শিক্ষার্থীকে তাঁর দায়িত্ব পালন করতে হবে। গতকাল সোমবার সকালে যবিপ্রবির গ্যালারিতে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আয়োজিত নবীন বরণ ও র‌্যাগ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।নবীন শিক্ষার্থীদের উদ্দেশ করে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘তোমরা হলে সেই নবীন, যারা এই দেশকে এগিয়ে নেবে। আগামীতে বিশ্বের যে পাঁচটি দেশ সবচেয়ে বেশি উন্নয়ন করবে, এর একটি হল বাংলাদেশ। তাই দেশকে তৈরি করতে তোমাদের মতো নবীনদের প্রয়োজন এখন সবচেয়ে বেশি। অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে আমার সন্তানতুল্য মনে করি। আমি আমার নিজের সন্তানদের জন্য যেটা পছন্দ করি, ছাত্রদের জন্যেও সেটাই পছন্দ করি। তোমরা আমার প্রাণপ্রিয় সন্তানতুল্য। এই বিশ্ববিদ্যালয়ে যতদিন থাকব তোমাদের জন্য আমার অফিস সব সময় উন্মক্ত থাকবে।বিশ্ববিদ্যালয় থেকে কখনো কোনো শিক্ষার্থী বিদায় নেয় না উল্লেখ করে অধ্যাপক আনোয়ার আরও বলেন, ‘এতদিন তোমাদের কাজ ছিল জ্ঞান অর্জন ও আহরণ করা। এখন তোমাদের কাজ হলো, এই বিশ্ববিদ্যালয় হতে যা কিছু শিখেছ তা কাজে লাগানো।অধ্যাপক আনোয়ার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ, একটি মানচিত্র দিয়ে গেছেন। একই সঙ্গে এই দায়িত্ব দিয়ে গেছেন, যেন তার জনগণ না খেয়ে মারা যায় না। তার জনগণ যেন সুখি সমৃদ্ধ একটি দেশ পেতে পারে। দেশের জন্য যারা শহীদ হয়েছেন, স্বাধীনতা দিয়ে গেছেন, এ অর্জন ধরে রাখার দায়িত্ব তোমাদের। তারা যে আত্মত্যগ করেছেন, সেই আত্মত্যাগকে প্রতিটি জনগণের ঘরে ঘরে পৌছে দেওয়ার দায়িত্ব তোমাদের। তোমরা যারা আজ গ্র্যাজুয়েট হলে এতদিন তোমাদের ছিল পাওয়ার দায়িত্ব, এখন কিন্তু দেওয়ার দায়িত্ব। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. সাইবুর রহমান মোল্লার সভাপতিত্বে নবীন বরণ ও র‌্যাগ ডে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ড. ইকবাল কবির জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. মো. নাসিম রেজা প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট এবং নবীন শিক্ষার্থীদের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here