বিশ্বের দরবারে সেরার মুকুট উঠবে বাদশাহের মাথায়

0
454

জলসা ডেস্ক : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ৪৮তম বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে ২৪তম অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত হতে চলেছেন শাহরুখ খান৷ ভারতে নারী এবং শিশুদের অধিকারের ক্ষেত্রে তাঁর ভূমিকার জন্যই এই সম্মান পেতে চলেছেন তিনি৷ সূত্র অনুযায়ী, অন্যান্য পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন অভিনেতা-পরিচালক কেট ব্ল্যাংকেট এবং গায়ক এলটন জন৷

স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরুখ৷ অ্যাসিডে আক্রান্ত মহিলাদের চিকিৎসা থেকে তাদের আইনি সাহায্য, ভোকশনাল ট্রেনিং, পুনর্বাসন, বেঁচে থাকার রসদ জুগিয়ে চলেছে শাহরুখের এই ফাউন্ডেশন৷ এছাড়া শিশুদের জন্য হসপিটাল ওয়ার্ড, ক্যান্সারে চিকিৎসার ক্ষেত্রে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য৷

তবে এই সম্মান পেয়ে ধন্যবাদ জানাতেও ভোলেননি বাদশাহ৷ আগামী ২২ জানুয়ারি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ১৯৯৭-এর পর থেকে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী World Economic Forum-এ উপস্থিত থাকতে চলেছেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here