বিসিএমসি’তে ২দিন ব্যাপি নবীনবরণ উৎসবের সমাপনী

0
442

বিশেষ প্রতিনিধি: ডিপ্লোমা ইন সিভিল, মেকানিক্যাল, মেরিন, টেক্সাটাইল ইঞ্জিনিয়ারিং ও গার্মেন্টস ডিজাইন এন্ড প্যাটার্ণ মেকিং টেকনোলজির চলতি ১৭-১৮ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নিল বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুইদিন ব্যাপি নবীনবরণ উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির ও বিশেষ অতিথি অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর।
বিসিএমসি হল রুমে সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির প্রধান অধ্যাপক ড. প্রকৌশলী দুলাল বড়–য়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিসিএমসি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেন, একমাত্র শিক্ষায় আছে সুখ সমৃদ্ধি ও উন্নতি যা পৃথিবীর সকল মানুষের প্রত্যাশা। ইসলামের ১ম বাণী যেমন শিক্ষা তেমনি আমাদের ব্যক্তি ও সমাজ পরিবর্তনের মন্ত্র হচ্ছে শিক্ষা। শুধু পাঠ্য বই অধ্যায়নই শিক্ষার্থীদের জন্য চূড়ান্ত শিক্ষা নয়, শেখার অনেক বিষয় রয়েছে। ইংরেজি ছাড়া জীবন বৃথা আর চর্চা ছাড়া ইংরেজি শেখা অসম্ভব। শিক্ষার্থীদের আন্তরিকভাবে এ সুযোগ কাজে লাগাতে হবে। পূর্নাঙ্গ মানুষ হতে হলে চাই জীবন বান্ধব শিক্ষা। আর এ শিক্ষা বিসিএমসি দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে যার দৃষ্টান্ত দেশের কোথাও নেই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী এস এম রেজাউল কবীর বলেন, সরকার কারিগরি শিক্ষার প্রতি যেভাবে গুরুত্বারোপ করছে তাতে প্রমানিত হচ্ছে আজকের শিক্ষার্থীদের ভবিষ্যত উজ্জ্বল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার অধ্যাপক প্রকৌশলী বিভাসকান্তি মন্ডল, বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এন্ড সোস্যাল সাইন্স ফ্যাকাল্টির প্রধান অধ্যাপক মো. সারাফাত হোসেন, গার্মেন্টস এন্ড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক প্রকৌশলী আহাদুদজামান মৃধা, সিভিল এন্ড কন্সট্রাকশন বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী তোজাম্মেল হোসেন, আইপি মেরিন এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রকৌশলী এহসানুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক ইমতিয়াজ আহমেদ, বিসিএমসি স্টুডেন্টস্ ওয়েলফেয়ার অফিসার সুব্রত সুবন আচার্য্য, ফিন্যান্স এন্ড একাউন্টস অফিসার জাকির হোসেন। পুরতান শিক্ষার্থীদের মধ্যে টেক্সটাইল ৫ম পর্বের রায়হানুল ইসলাম, মেরিন ৭ম পর্বের সাজিবুর রহমান মিয়া ও কন্সট্রাকশন ৭ম পর্বের মাসাবা রুবাইয়া আলম নবীনদের প্রতি শুভচ্ছো ও অভিনন্দন জ্ঞাপন করেন। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে অভিনন্দনপত্র পাঠ করেন মেরিন ৭ম পর্বের নাহিদ হাসান। নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিংএর জুবায়ের আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর নাহিদ হাসান ও টেক্সটাইলের আসিফ ইকবাল। সম্পূর্ণ ইংরেজিতে অনুষ্ঠিত নবীনবরণ উপস্থাপনা করেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও ইশরাত জাহান লিজা। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here