বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির যশোর ইউনিটের স্মারক লিপি প্রদান

0
1020

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির যশোর জেলা ইউনিট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি দিয়েছেন। কেন্দ্রীয় এবং পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসক মো. আশরাফ হোসেন এ স্মারক লিপি গ্রহন করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে স্মারক লিপি পৌছে দেবেন বলে তিনি জানিয়েছেন।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে, ডিজিটাল বাংলাদেশের রূপকার আওয়ামীলীগ সরকার সারা দেশে ২৮৩টি কলেজ জাতীয়করণের কাজ শুরু করেছে। আত্মী করনের মাধ্যমে সরকারি করণের আগে বিসিএস ক্যাডারদের একটি পুনাঙ্গ নীতিমালা করা হয়নি। যার ফলে সারা দেশের ১৫ হাজার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের মর্যাদা ক্ষুন্ন করা হচ্ছে। সেই সাথে সাধারণ শিক্ষা ক্যাডারদের সাথে আত্মীকরণের শিক্ষকদের কোন পার্থক্য থাকছে না। আর এ কারণে আগামীতে সাধারণ শিক্ষা ক্যাডারে কোন মেধাবীরা অংশ গ্রহণ করবে না। এমতাবস্থায় কলেজ জাতীয়করণের পূর্বে আত্মীকরণ শিক্ষকদের পৃথক নীতিমালা তৈরির দাবি জানানো হয়।
স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের মর্যাদা রক্ষা কমিটির যশোর জেলা ইউনিটের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো, হুমায়ন কবীর, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য শাহজাহান কবীর, মেহেদি হাসান, সরকারি এমএম কলেজ ইউনিটের সভাপতি শামসুর রহমান, সাধারণ সম্পাদক বিএমনাহিদ নেওয়াজ, সরকারি মহিলা কলেজ ইউনিটের সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক এটিএম আজহারুল ইসলাম, সরকারি কলেজ ইউনিটের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here