বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে হবে নতুন বিভাগ ‘পদ্মা’

0
456

ফরিদপুর প্রতিনিধি : বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ নামে একটি নতুন বিভাগ করা হবে। যার সদর দফতর ফরিদপুরে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার দুপুরে ফরিদপুর পৌর বাস টার্মিনালে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শ্রমিকদের বিরুদ্ধে যাবে এমন কোন আইন করবে না বর্তমান সরকার। সবার যাতে ভালো হয় এমন আইনই করছে সরকার। শ্রমিকদের নির্যাতনের জন্য নয়, সরকার আইন করছে সকলকে সাবধান করার জন্য।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য যে কাজ করছে বিগত দিনে কোন সরকারের আমলেই তা হয়নি। আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আগামী নির্বাচনে তাই আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে নৌকা প্রতীককে ভোট চান তিনি।

ফরিদপুর মোটর ওয়াকার্স শ্রমিক ইউনিয়ন (১০৫৫) আয়োজিত শ্রমিক সমাবেশ ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here