বেতন ভাতার বৃদ্ধির দাবিতে যশোরে শিক্ষকদের মানববন্ধন

0
430

বিশেষ প্রতিনিধিধ: বেতনবৃদ্ধি, বৈশাখীভাতা, পূর্ণাঙ্গ উৎসবভাতার দাবিতে শিক্ষকেরা বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
সমাবেশে শিক্ষকরা বলেন, সরকার সব পেশাজীবীর বেতন, ভাতা, অবসরভাতা বৃদ্ধি করেছে। এমনকি বৃদ্ধি করছে উৎসবভাতারও। কিন্তু সরকার শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের নামে অতিরিক্ত শতকরা ৪ টাকা হারে কেটে নিচ্ছে। যা অত্যন্ত অমানবিক।

বক্তারা বার্ষিক শতকরা ৫ টাকা হারে বেতনবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসবভাতার দাবি জানান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের যশোর জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নতুনহাট পাবলিক কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলী, মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, উপশহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুণ অর রশিদ, মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈনুল ইসলাম, আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, উপশহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহীন ইকবাল, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, আমদাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ উড়ির আলী, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক নজরুল ইসলাম বুলবুল প্রমুখ।


প্রসঙ্গত, বুধবার গভীররাত থেকেই যশোরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি উপক্ষো করেই শিক্ষকরা ছাতা মাথায় তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here