বেনাপোলের রঘুনাথপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩৬ লাখ হুন্ডির টাকা উদ্ধার

0
375

আশানুর রহমান আশা, বেনাপোল : বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩৬ লাখ হুন্ডির টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ।

মঙ্গলবার (০৯ জানুয়ারি ) সকাল সাড়ে ৮ টার দিকে ঘুনাথপুর সীমান্তের সাদীপুরের একটি মাঠের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় টাকাগুলো উদ্ধার করা হয় ।

বিজিবি জানায়, গোপন সূত্রে জানতে পারি একজন হুন্ডি ব্যবসায়ী ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে রঘুনাথপুর সীমান্তের সাদীপুর মাঠের মধ্যে দিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে । এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য হাবিলদার মামুনার রশিদ সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় একজন হুন্ডি পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় ।এ সময় পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি ক্যাম্পে নিয়ে তার মধ্য তল্লাশি করে বাংলাদেশী ৩৬ লাখ টাকা পাওয়া যায়।

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মামুনার রশিদ পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশী ৩৬ লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here