বেনাপোলের পুটখালীতে ত্রানের স্লিপ দেওয়া কে কেন্দ্র করে বুদো নাসির বাহিনীর হামলায় বৃদ্ধা মহিলা ও আওয়ামীলীগ নেতা সহ আহত ১০জন

0
1544

নিউজ ডেস্কঃযশোর শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামে ত্রান বিতরনের স্লিপ দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।পুটখালী এলাকার সন্ত্রাসী নাসির(বুদো)বাহিনীর হামলায় ২ নাম্বার ওয়ার্ডের সাধারণ সম্পাদক জোদ্দু ও তার মা কদবানু সহ মোট দশ জন আহত হয়েছেন।জোদ্দুর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সুত্রপাত ১০ টাকা কেজির চালের সিলিপ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া নিয়ে। সন্ত্রাসীরা হামলা চালিয়ে জোদ্দুর মা কদবানু খাতুন (৯২) জোদ্দুর স্ত্রী জেছমিন খাতুন (৩৮) সহ দশ জনকে রামদা, চাইনিজ কুড়াল ও রড দিয়ে আঘাত করে মারাত্মক জখম করেছেন। গুরুতর আহত দেরকে গ্রামবাসী উদ্ধার করে পুটখালি গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে পাঠান।হামলা ঘটনায় জড়িত বুদো নাসির বাহিনীর সন্ত্রাসী জাকির,মইরদ্যির পুত্র মন্টু, মোর্শেদের পুত্র শিমুল ও আহম্মদের পুত্র হোসেন আলী সহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী বলে নিশ্চিত করেন জোদ্দু।সিলিপ বিতরনের সময় হঠাৎ সন্ত্রাসীরা এসে জোদ্দু কে বলেন সিলিপ বাড়ি বাড়ি পৌঁছে দিতে কে বলেছে তোকে।চেয়ারম্যানের নাম উল্লেখ করতেই আমার উপর হামলা চালায়। আমার মা স্ত্রী সহ পরিবারের সদস্যরা ঠেকাতে আসলে তাদের কেউ মেরে জখম করেন।উল্লেখ্য হামলার মুল নির্দেশ দাতা এলাকার ত্রাস বুদো মন্ডলের পুত্র নাসির উদ্দীন।গত ১৩ ই এপ্রিল এই নাসির বাহিনী স্টার এজেন্সীর পক্ষে পুটখালী গ্রামের দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করতে আসা বিট/খাটালের নতুন দায়িত্ব প্রাপ্তদের উপর হামলা চালিয়ে ছিলো।ঐ ঘটনায় আহতরা যশোর পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছে। আসপাশের ইউনিয়নেও নাসির বাহিনীর সন্ত্রাসী কর্ম কান্ড পরিচালিত হয় বলে জানা গেছে।ভূক্তভোগীরা ভয়ে মুখ খুলতে পারেনা ও টাকার প্রভাবে স্থানীয় প্রশাসন ও ম্যানেজ করে নাসির বাহিনী।গত ০৬ ই নভেম্বর ১৯ তারিখে গোগা ইউনিয়নের বাগআঁচড়া প্রেসক্লাব সদস্যরা সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সেতাই পৌঁছালে ফিল্মইষ্টলে নাসির বাহিনী গণমাধ্যম কর্মী সাইদ,নয়ন, শাহারীয়ার, আবদুল্লাহ, সহিদুল, জয়নাল দের অস্ত্র (শটগান )দিয়ে আঘাত করে ও চড়থাপ্পড় মারে সন্ত্রাসী নাসির। ডাক ছেড়ে বলে তোদের গুলি করে দিয়ে পাঁচ কোটি টাকা খরচ করবো আমার কিছু হবে না।হামলায় জোদ্দু পরিবারকে মামলা করতে থানায় যেতে বাধা দেওয়া হচ্ছে এমন কি ভালো চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারছেনা।অদৃশ্য মহলের চাপে রাতারাতি মিটিয়ে নেওয়ার জন্য চাপপ্রয়োগ করা হচ্ছে পরিবারটিকে।জোদ্দুর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় আছেন ।সাধারণ মানুষ ও সচেতন মহলের অসংখ্যা সন্ত্রাসী হামলার সঠিক বিচার পাবেনা জোদ্দু পরিবার।হামলা ঘটনার বিষয় জানতে মুঠোফোনে পুটখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার হাদি উজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন জোদ্দু আওয়ামীলীগের ভালো একজন নেতা আমি তার এবং তার পরিবারের জন্য সঠিক বিচার করবো ।আওয়ামীলীগ নেতার উপর সন্ত্রাসী হামলার পরেও স্থানীয় প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্নবিদ্ধ।