বেনাপোলের পুটখালী সীমান্তে আবারো বুদো নাসির বাহিনীর সন্ত্রাসী হামলার শিকার গ্রাম পুলিশ

0
447

ভ্রামমান প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেওকোন প্রতিকার পাচ্ছেনা ভূক্তভোগীরা উল্টো পুনঃহামলার আশঙ্কা করছেন।পুটখালী গ্রাম সহ আস-পাসের গ্রাম বাসীর কাছে আতঙ্ক সন্ত্রাসী নাসির বাহিনী এতটায় বে-পরোয়া হয়ে ওঠেছে যে,হামলায় আহতরা উন্নত চিকিৎসা নিতে বা হামলার বিচার চাইতে গ্রামের বাইরে বের হতে পারছেনা।স্থানীয় জনপ্রতিনিধির ইন্ধনে সন্ত্রাসী নাসির বাহিনী এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করেও প্রশাসনের হাত হতে রক্ষা পাচ্ছে অনায়াসে।বর্তমানে পুটখালী ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও এলাকায় নেই কোন পুলিশী তৎপরতা।থানায় অভিযোগ করলেও সন্ত্রাসীরা অপরাধ করেও এলাকায় ঘুরছে বুক ফুলিয়ে।পুটখালী গ্রামের বাসিন্দা মৃত রবিউল ইসলামের পুত্র ভূক্তভোগী মোঃ শরিফুল(৩৮) গ্রাম পুলিশ সরেজমিন বার্তাকে জানান,গত বৃহষ্পতিবার বিকালে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পুটখালি বাজার এলাকায় সামাজিক দুরুত্ব নিশ্চিতে বাজার পাহারার দ্বায়িত্ব পালন করছিলো।এ সময় এলাকার এক যুবকের সহিত ঘরে থাকার কথা বলায় তিনি বিবাদে জড়ায়।কিছুক্ষন পর ৮/৯ জন দলবদ্ধ হয়ে এসে খাটাল নাসিরের লোকের গায়ে হাত তুললি কেন বলেই আমাকে বেধড়ক মারধর করে চলে যায়।তাৎক্ষনিক বিষয়টি আমি চেয়ারম্যান হাদিউজ্জামান ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই।চেয়ারম্যন বিষয়টি দেখছে বলে বিচার না পাওয়ায় আমি গ্রাম পুলিশ বাহিনীর শার্শা উপজেলার সভাপতি আব্দুর রহিম কে বিষয়টি অবগত করি।তিনি আমাকে থানায় গিয়ে অভিযোগ দিতে বললে সে অনুযায়ী আমি বেনাপোল পোর্ট থানায় গিয়ে পুটখালি গ্রামের শুকুর আলীর পুত্র আরিফ হোসেন,মৃত সিদ্দিকের পুত্র হাফিজুর রহমান ও জবেদ আলী মুন্সির পুত্র সাহেব আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দ্বায়ের করি।শার্শা উপজেলার গ্রাম পুলিশ সভাপতি আব্দুর রহিম সাংবাদিকদের বলেন ফোনে শরিফুল মারধরের ঘটনা আমাকে জানালে আমি তাকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।তদন্তের দ্বায়িত্বপাওয়া বেনাপোল পোর্ট থানার সাব ইন্সেপেক্টর জাকির হোসেন গ্রামপুলিশের থানায় অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করে জানান,নিয়ম অনুযায়ী তদন্ত শেষে রিপোর্ট কোর্টে প্রেরন করা হবে সেখান হতে আদেশ আসলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।উল্লেখ্য একই দিন সকালে পুটখালী ওয়ার্ড আওয়ামীলীগের নেতা জোদ্দু তার মার উপর নাসির বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একই পরিবারের ১০জন কে আহত করেন।যার মধ্যে২ জন গুরুতর জখম হওয়া স্বত্তেও প্রান ভয়ে গ্রাম্য চিকিৎসকের কাছেই চিকিৎসা নিয়ে ব্যাথা যন্ত্রনায় কাতরাচ্ছেন।সন্ত্রাসী নাসির বাহিনী এখন শার্শার পুটখালী জনপদের কাছে এক আতঙ্কের নাম।