বেনাপোলে করোনা উপসর্গের সন্দেহ নিয়ে মৃত্যু বরন করলেন হাবিবুর রহমান

0
986

ষ্টাফ রিপোর্টারঃযশোরের যশোরের বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামের কবি কাজী নজরুল ইসলাম সড়কের বাসিন্দা ও সাংবাদিক বকুল মাহবুবের ভাই হাবিবুর রহমান(৪৪) আর নেই।ধারনা মাফিক করোনা উপসর্গ নিয়ে ১৪ জুন রবিবার রাত ১১টায় যশোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রজিউন)

পারিবারিক সুত্রে জানা যায়,গত ৫/৬দিন ধরে তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভূগছিলেন।করোনা ভাইরাসের অস্তিত্ব পরীক্ষায় তার নমূনা ল্যাবে পাঠানো হলেও ফলাফল বের হয়নী এখনো বলে আরো জানা গেছে।সদালাপী,হাস্য উজ্বল যুবকের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আত্নীয়-স্বজন,শুভাকাঙ্খীদের আবেগ ঘন স্ট্যাটাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক উত্তাল।

কোন ভাবেই তার অকালে না ফেরার দেশে পাড়ি জমানো সইতে পারছেনা শুভাকাঙ্খী সহ নিকট আত্নীয়েরা।মৃত্যু কালে তিনি পাঁচও ছয় বছর বয়সী দুই শিশু কন্যা,স্ত্রী,ভাই ও বোন সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।মরহুমের নামাজে জানাজা শেষে পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের পারিবারিক কবরস্থানে শায়িত হন তরুন- যুবকদের প্রিয় হাবিব ভাই।

হাবিবুর রহমানের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোক সন্তত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহলের নেতৃবৃন্দ।