বেনাপোলে নিরিহ মানুষকে বিজিবি কর্তৃক পিটিয়ে যখম করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
111

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল বাজার থেকে বাড়ি ফেরার পথে অবৈধ ভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিরিহ দুই ব্যক্তিকে মারপিট করে রক্তাক্ত যখম করে অজ্ঞান করে ফেলে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আবুল মুনছুর এর ছেলে আবু বক্কর সিদ্দিকি । শুক্রবার বেলা সাড়ে ১২ সময় নাভারন বুরুজ বাগান স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য আবু বক্কর সিদ্দিকি বলেন, তাদের নিকট আত্নীয় বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পাচু সরদার এর ছেলে শাহ-আলম ও রফিকুল ইসলাম এর ছেলে সাকিব হাসান গত ২০/১০/২২ ইং তারিখে বেনাপোল বাজার থেকে বেলা দুইটার সময় বাড়ি ফিরছিল। পথে পুটখালী মসজিদ বাড়ি বিজিবির চেকপোষ্টে তাদের গতিরোধ করে তল্লাশি করে এবং শাহ আলম এর থেকে একটি মোবাইল ফোন নিয়ে নেয়। এসময় শাহআলম ও সাকিবকে বিজিবি সদস্য আবুল কাশেম তাদের কাছে ফেনসিডিল ছিল বলে নানা ভাবে হয়রানি করে। তারা জানায় তারা বাজার থেকে বাড়ি যাচ্ছে তারা ফেনসিডিল পাবে কোথায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডায় বিজিবি সদস্য কাশেম লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত যখম করে অজ্ঞান করে শাহ আলম ও সাকিবকে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাভারন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ও রক্তের ছাপ রয়েছে। সাকিব এর নাক দিয়ে ২৫০ থেকে ৩০০ গ্রাম রক্ত পড়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি জানান। এছাড়া গত ১৬ অক্টোবর একই গ্রামের জহুর বিশ্বাস নামে একজনকে মিথ্যা মামলা দিয়ে চালান দিয়েছে বলেও তিনি জানান।