“বেনাপোল বন্দরকে অটোমেশন ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় আনা হবে”- আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর শুভ অনুষ্ঠানে বললেন—নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি

0
478

আশানুর রহমান আশা, বেনাপোল: নৌপরিবহন মন্ত্রি শাজাহান খান এমপি বলেন,দেশের প্রধান স্থলবন্দরের গুরত্ব অপরিশিম। সরকার এখান থেকে প্রতিবছর হাজার কোটি টাকা রাজস্ব আয় করে থাকে। যার জন্য

মংলা বন্দর থেকে পৃথক করে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ করা হয়েছে। বাইপাস সড়ক করা হয়েছে ,ট্রাক,বাস টার্মিনাল করা হয়েছে।

পাসপোর্ট যাত্রিদের চলাচলে  সুবিধার্থে কাষ্টমস ইমিগ্রেশানের নতুন ভবন নির্মান করা হয়েছে। বেনাপোলকে আধুনিক ও আরো গতিশীলতা করনে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি জানান।

শুক্রবার ২ জুন ৩ টার সময় বেনাপোল প্যাজেনজার টার্মিনাল অপারেশনাল উদ্ভোধনে  সুধিসমাবেশে প্রধান অতিথি হিসাবে তিনি এ সব কথা বলেন ।সমাবেশে উপস্থিত ছিলেন,নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক যাদব রায়,বন্দর চেয়ারম্যান তপন কুমার রায় চৌধুরী, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলমলিটন,উপজেলা আ্ওমীলীগের সভাপতি সিরাজুল হক মন্জু প্রমূখ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here