“বেনাপোলে পাঠবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত “

0
521

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল: বেনাপোলে ঐতিহ্যবাহী পাঠবাড়ী সনাতন ধর্মবলম্বীদের আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়।
সোমাবার বেলা ১১ টার সময় বেনাপোল পাঠবাড়ী হিন্দু সম্প্রদায় ভাবগম্ভীর্য ও আলোচনার মধ্যে দিয়ে দিনটি পালন করেন। হিন্দু ধর্মমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথীতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহন করেন। সনাতন ধর্মবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায় নীতি সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যাত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করতে মানবজাতীর কল্যান এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য মহামানব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।তাদের বিশ্বাস দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
ঐতিহ্যবাহী বেনাপোলের পাঠবাড়ি মন্দিরে শার্শা উপজেলার পুজা উদযাপন কমিটির সভাপতি শান্তিপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানা অফিসার্স ইনচার্জ অপুর্ব হাসান,মুখ্য আলোচক ছিলেন মঠাধ্যাক্ষ শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাঠবাড়ী মন্দিরের মাধবদাস বাবাজী, স্বাগত বক্তব্য শার্শা উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বৈদ্যনাথ দাস। শুভেচ্ছা বক্তব্য দেন পাঠবাড়ি মন্দিরের নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের সাধারন সম্পাদক ফনিভুষন পাল অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুকুমার দেবনাথ ।
আলোচনা শেষে পাঠবাড়ী মন্দির থেকে বিশাল এক বর্নাঢ্য শুভাযাত্রা বের হয়ে বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন সনাতন ধর্মবলম্বীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here