বেনাপোলে বিজিবি’র গুলি বর্ষন ভারতীয় পণ্য সামগ্রী উদ্ধার ॥ নারীসহ গ্রেফতার ৩

0
374

বিশেষ প্রতিনিধি : বেনাপোলে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে চোরাচালনিদের উপর ৪ রাউন্ড গুলিবর্ষন করে মদ, ফেনসিডিল, শাড়ি সিগারেট স্যান্ডেল, কেটস সহ ২ নারী চোরাচালানীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। রোববার রাত ১১ টায় বেনাপোল পোর্ট থানার অন্তর্গত ছোট আঁচড়া মাঠের ভিতর এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আফতাফ হোসেনের ছেলে আব্দুল গফফার হোসেন (২২) একই এলাকার তোরাব হোসেনের স্ত্রী আলেয়া বেগম (৪০) ও তার মেয়ে খাদিজা পারভিন (১৯)।
৪৯ বিজিবি বেনাপোল সদর ক্যাম্পের নায়েক সুবেদার শহিদ সাংবাদিকদের বলেন,রবিবার রাত আনুমানিক ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ছোট আঁচড়া মাঠে ওৎ পেতে থেকে দেখতে পান ভারত থেকে ৫০/৬০ জনের একটি দল বিভিন্ন ভারতীয়পন্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তখন সেখানে অভিযান চালালে চেরাচালানিরা তাদের উপর ইট পাটাকেল ছুড়তে থাকে এবং চোখের উপর একাধিক টর্চ লাইট মারতে থাকে। তখন নিজেদের আত্মরক্ষার্থে সেখানে ৪ রাউন্ড গুলি ছোড়ে।গুলির শব্দে চোরাচালানিরা পালিয়ে গেলে ও ঘটনাস্থল থেকে ৭৯৫ কার্টন ইজি গোল্ড সিগারেট, ২২ পিস উন্নত মানের শাড়ী,৬০ বোতল ফেনসিডিল,৬৮ জোড়া স্যান্ডেল,মদ ৭ বোতল সহ ৩ তিন জন চোরাচালানিকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন নারী চোরাচালানি। এদিকে সোমবার সকাল সাড়ে ৮ টায় বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা বেনাপোল স্থল বন্দর বাস র্টামিনালের ভিতর থেকে জিএম পরিবহন তল্লাশী করে ১০ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে। এ সময় গাড়িতে থাকা হেলপার রুবেল (১৯)কে গ্রেফতার করে। সে বরিশাল জেলার সদর থানার হুমায়ন কবিরের ছেলে। গ্রেফতারকৃত চোরাচালানিদের বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করে চোরাচালানি আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত চোরাচালানী পণ্য সামগ্রী বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here