“বেনাপোলে বোমা ও ধারালো অস্ত্রসহ আটক-৩”

0
429

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল থেকে ১৪টি তাজা হাতবোমা, ৪টি রামদা ও ৪টি রডসহ ৩জন কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ২টায় বেনাপোলের ছোটআঁচড়া মোড়ের বিপরীতে একটি দলীয় কার্যলয়ের পিছনে বালিগাদা থেকে এসব বিস্ফোরক দ্রব ও ধারালো অস্ত্র উদ্ধার হয়।

আটকরা হলেন- বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের শাহাজানের ছেলে মধু (২৬), গোলম খবীরের ছেলে ইরশাদ (২৬) ও আব্বাস আলীর ছেলে রনি (২৫)।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার শহিদুল ইসলাম শহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নাশকতামূলক কর্মকাণ্ডর উদ্দেশে বেনাপোলে একটি দলীয় কার্যলয়ের পাশে ধারালো অস্ত্র ও বোমা নিয়ে দুর্বৃত্তরা অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে সেখান থেকে হাতবোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বোমার পাহারাদার তিন জনকে আটক করা হয়েছে।

এদিকে আটকরা দাবি করেন, তারা ঐ দলীয় অফিসে বসে ছিলেন। এ সময় বোমা উদ্ধারের বিষয়ে সহযোগিতা করতে ক্যাম্পে উপস্থিত হতে বলেন বিজিবি সদস্যরা। পরে সেখানে গেলে তাদের আসামি করে হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here