বেনাপোলে শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে মানববন্ধন

0
426

আশানুর রহমান আশা, বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্রসমাজ ঐক্য ফেডারেশন এর আয়োজনে শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেছে। বৃহস্পতিবার সকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও সীমান্ত বাস মালিক সমিতি এবং রেলষ্টেশন মাষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করে। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, খুলনা-বেনাপোল ট্রেনে ছাত্রদেরকে লাঞ্ছিত করায় অভিযুক্ত টিটি ইলিয়াসকে অপসারণ ও শাস্তি প্রদান, যশোর-বেনাপোল রুটে বাসে ও ট্রেনে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা প্রদানে অর্ধেক/নির্ধারিত ভাড়া গ্রহন, যশোর-বেনাপোল সড়কে লোকাল বাসে নারীদের নির্ধারিত আসনের সুব্যবস্থা করা, বিনা টিকেটে রেল ভ্রমণ দন্ডনীয় অপরাধ” আইনের বিধান কার্যকর রেখে (শিক্ষার্থী ব্যতিত) সকলের জন্য একই আইন (রেলওয়ে আইন-১৯৮০) যথাযোগ্য বলবৎ করা, রেলওয়েতে চোরাকারবারিদের দাপট ও অবৈধ মালামাল বহন বন্ধ করে যাত্রীসেবার মান নিশ্চিত করা, ও ট্রেনে জরিমানার নামে অবৈধ অর্থ আত্মসাৎ বন্ধ করা।
ছাত্র সমাজ ঐক্য ফেডারেশন বেনাপোল এর ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষার্থী মহাসিন হোসেন হৃদয়, সাইদুর রহমান সাঈদ, ফরিদুজ্জামান ফরিদ, মেরাজ হোসেন, উজ্জ্বল হোসেন, আকাশ রহমান, দ্যুলোক শরীফ, রানা আহম্মেদ, শাহরিয়ার রহমান, কামরুজ্জামান সুজন, আসাদুজ্জামান হৃদয়, প্রমুখ। মানববন্ধনে যোগ দেন সরকারি এম.এম কলেজ যশোরের পক্ষে পরাগ, মেহেরাব হোসেন, বাগআঁচড়া ড. আফিল উদ্দিন কলেজের পক্ষে আসলাম বেগ, রাব্বিসহ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল বন্দর প্রি ক্যাডেট ও নব-দিগন্ত প্রি ক্যাডেটের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here