বেনাপোলে শুল্ক ফাঁকির অভিযোগ সিএন্ডএফ এজেন্ট ফজলুর রহমানের লাইসেন্স সাময়িক স্থগিত

0
102

নিজস্ব প্রতিবেদক : বেনাপোলে শুল্ক ফাঁকির অভিযোগে মেসার্স ফজলুর রহমানের সিএন্ডএফ লাইসেন্স সাময়িক স্থগিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত ২৯ সেপ্টেম্বর এক স্মারকে এই লাইসেন্স সাময়িক স্থগিত করে আগামি ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে স্থায়ীভাবে লাইসেন্স বাতিল করা হবে।
বেনাপোল কাস্টমের যুগ্ম কমিশনার আবদুর রশিদ মিয়া জানান, গত ১৪ সেপ্টেম্বর ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান নাহি ট্রেড ইন্টারন্যাশনাল ঘোষণা দেয় যে তারা ২১ হাজার ৩৬৫ কেজি গার্মেন্টস পণ্য (এলসি নম্বর ১০৮১২২০১০৫৪০, মেনিফেস্ট নম্বর- ৩১৭৫৯/২) আমদানি করবে। কিন্তু সেখানে ঘোষণা অতিরিক্ত ৮টি প্যাকেজে পণ্য পাওয়া যায় ২১ হাজার ৬১০ কেজি। অতিরিক্ত তারা ২৪৫ কেজি পণ্য বেশি আনে। যাতে সরকারের শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল। বিষয়টি খবর পেয়ে কাস্টমস সদস্যরা যাচাই বাছাইয়ে ঘোষণা অতিরিক্ত পন্য খুজে পায়। যেকারণে আমদানিকরককে সহযোগিতা করে সরকারের শুল্ক ফাঁকির অভিযোগে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ফজলুর রহমানের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে।