বেনাপোল দিয়ে খুলনা-কলকাতা মৈত্রী রেলের উদ্বোধন

0
418

আশানুর রহমান আশা,বেনাপোল : দীর্ঘ ৫২ বছর পর সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলনা-কলকাতার মৈত্রী ট্রেন-২ আন্তঃদেশীয় রেলের পরীক্ষামূলক যাত্রার শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে ভারতের নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউজে ফিতা কেটে মৈত্রী ট্রেন-২ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বেনাপোল রেলস্টেশনে উদ্বোধনী আনুষ্ঠানে ভিডিও কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন, বাংলাদেশের রেলমন্ত্রী মুজিবুল হক, জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ চন্দ্র, যশোরের শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোরের মনিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, খুলনার ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান, যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন,পরিচালক হাবিবুর রহমান, বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হোসেন, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস ছালাম, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন শ্রেনীর নেতা-কর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, দেশের উন্নয়ন করতে হলে আগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন। সে বিষয়টি মাথায় রেখে জননেত্রী শেখ হাসিনা একের পর এক যোগাযাগ ব্যবস্থার উন্নয়ন করে চলেছেন। তারই ধারাবাহিকতায় উদ্বোধন হলো বাংলাদেশ-ভারতের মধ্যে মৈত্রী রেল-২। এখন এ পথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক, চিকিৎসা ও ভ্রমণের কাজে যাতায়াতকারীরা উপকৃত হবেন। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব,হৃদয়ের বন্ধন আরও জোরদার হবে।

দুপুর ২টায় বাংলাদেশ রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিল্লাল হোসেনের নেতৃত্বে ৩৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মৈত্রী ট্রেনটি বেনাপোল স্টেশন ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা দেন।

জানা যায়, দু’দেশের ইমিগ্রেশন শেষ হলে কোথাও না থেমে একেবারে কলকাতার শিয়ালদহ স্টেশনে গিয়ে থামবে মৈত্রী এক্সপ্রেসটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here